বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার।

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার।

সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি বগুড়া।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলার ০১নং আসামী গ্রেফতার।

গত ১৬ জুলাই ২০২৪ ইং তারিখ হতে সারা বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। এবং সেই আন্দোলন সারা দেশের ন্যায় বগুড়াতেও শুরু হয় এবং বগুড়া দুপচাঁচিয়া ০৪/০৮/২৪ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় কোটা বিরোধী আন্দোলনে ছাত্র-ছাত্রীদের সাথে মোঃ আবু রায়হান রাহিম(২৯) একাত্মতা প্রকাশ করে সেই মিছিলে যোগ দেন ,সে (হাক্কানী টিস্যু কোম্পানীর সেলসম্যান হিসেবে কাজ করতো উক্ত মিছিলটি দুপচাঁচিয়া পৌরসভাস্থ বগুড়া-নওগাঁ মহাসড়কে আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে পৌছালে পূর্বপরিকল্পিতভাবে দুপচাঁচিয়া থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে নাশকতা সহ দাঙ্গাহাঙ্গামা, খুন, জখম করার জন্য দলবদ্ধ হয়ে হাসুয়া, লোহার রড, লাঠি ও আগ্নেয়াস্ত্র সহ অতর্কিত ভাবে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর হামলা করে। মোঃ বেলাল হোসেন আগ্নেয়াস্ত্র দিয়ে আবু রায়হান রহিম এর ডান পায়ে পরপর কয়েকটি গুলি করলে রায়হান রাস্তায় পড়ে যায়। তখন লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারীভাবে মারপিট করে এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী সহ অন্যান্য লোকজনদেরকে এলোপাথারীভাবে মারপিট করে ঘটনাস্থল হতে চলে যায়। পরবর্তীতে আবু রায়হান রাহিমকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আরও উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকায় রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোটা বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবু রায়হান রাহিম(২৯) ইং ০৯/০৮/২৪ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। এ প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ রওশন আরা বেগম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments