
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) শিক্ষানবিশ প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পানিতে ডুবে মোঃ আরিয়ান আহমেদ (২) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (৩০’ই অক্টোবর) আনুমানিক সকাল ৯ টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান আহমেদ গুটমা গ্রামের মোঃ জিয়াউর রহমান এর ছেলে। জানা গেছে, বুধবার সকালে শিশু আরিয়ান খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে।
পরে তাকে নাসিরনগর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিয়ান আহমেদকে মৃত ঘোষণা করে।