বাড়িবাংলাদেশেসিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও সমাবেশ

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও সমাবেশ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

রবিবার বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদসহ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থানপ্ৰাপ্ত নেতাদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে উপজেলার রাধানগর বাজারে এ বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা সালেক আহমেদ’র সভাপতিত্বে এবং যুবদল নেতা নোওয়াব আলীর পরিচালনায় আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা জসিম উদ্দিন, মোশাররফ আহমদ, জসিম আহমদ, শাকিবুর রহমান রিন্টু, নজরুল ইসলাম, নুরুল ইসলাম নুরু, সেলিম আহমদ, জাকির আহমেদ, শহিদ মালেক, আল আমিন, আব্দুল মান্নান, বিল্লাল আহমদ, রুবেল আহমদ প্রমুখ।

এ সময় মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments