বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় ১৭টি কাছিম উদ্ধার ও পাচারকারীকে ১ বছরের কারাদন্ড এবং বন্যপ্রানীগুলো খালে...

গলাচিপায় ১৭টি কাছিম উদ্ধার ও পাচারকারীকে ১ বছরের কারাদন্ড এবং বন্যপ্রানীগুলো খালে অবমুক্ত

শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় বন্যপ্রানী উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। আব্দুল্লাহ আস সাদিক (বন্যপ্রাণী পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট) এর তথ্য ও সার্বিক তত্বাবধানে এবং উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী’র গলাচিপা রেঞ্জ অফিসার জনাব মো: জাহাঙ্গীর হোসেন এর সহযোগিতায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বন্যাতলী খেয়াঘাট থেকে আনুমানিক সকাল ৭ টার দিকে এক কাছিম পাচারকারীকে ১৭ টি বিভিন্ন প্রজাতির কাছিম সহ আটক করেন গলাচিপা বন বিভাগের বিএম মো: নাইম হোসেন খাঁন এবং Animal Lovers Of Patuakhali-ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ নাছিম রেজা ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অপরাধীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

পরে উদ্ধারকৃত কাছিমগুলো সহকারী কমিশনার (ভূমি) এবং বন বিভাগের স্টাফ, সংগঠন এর সদস্য এবং মিডিয়াকর্মী এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments