বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসাতকানিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সাতকানিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নুরুল কবির  নিজস্ব প্রতিনিধি সাতকানিয়া, চট্টগ্রাম

সাতকানিয়ায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলজান বর বাড়ি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলজান বর বাড়ি এলাকায় গভীর রাতে আগুন লাগে। হঠাৎ আগুন দ্রæত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ১০টি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন বলেন, রাত ১টার পর আমরা খবর পাওয়ার সাথে সাথেই তিনটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করি। চলাচলের রাস্তা সরু হওয়ায় এবং আগুন দ্রæত ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয়দের তথ্যমতে এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া স্থানীয় ঢেমশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ওচমান ও শ্রমিক কল্যান ফেডারেশন’র ঢেমশা ইউনিয়নের সভাপতি আলহাজ¦ নুরুল আলম ও অন্যান্য নেতৃবৃন্দ পরিদর্শনে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments