বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগনাসিরনগরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নাসিরনগরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ইয়াছিন চৌধুরী ।। নাছিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বরের বলভদ্র নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের পাশে বলভদ্র নদীর ডালাই নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে স্থানীয় কৃষকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত বিবস্ত্র অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে।

নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments