বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে জমি সংক্রান্ত জেরে খুন জখমের হুমকি

কালিয়াকৈরে জমি সংক্রান্ত জেরে খুন জখমের হুমকি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোসাইবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছে ভোক্তভোগী।

ভুক্তভোগী হলেন উপজেলার গোসাইবাড়ী এলাকার মৃত  হাছেন আলীর ছেলে আইয়ুব আলী (৩৮)।

অভিযোগ সূএে জানা যায় গোসাইবাড়ী মৌজার আর এস ৯১ খতিয়ানের আর এস ২৪৫ দাগের ৩০০ শতাংশ জমির কাতে ৬০ শতাংশ ইহার কাতে ১১ শতাংশ জমি বাদী  দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করিয়া আসছে।   জমিতে বিভিন্ন ফলের গাছ ও বনজ গাছের চারা লাগাইয়া পরিচর্যা করে আসছে। এমতাবস্থায় বিবাদী উপজেলার গোসাইবাড়ী এলাকার আঃ হাকিমের ছেলে   আলহাদি (৫০),  নাহিদ হোসেন (৩৫), বাদীর   জমি জবর দখল করে নেওয়ার অপচেষ্টা করে আইয়ুব আলীকে  হুমকী দিয়ে  আসছে ।  ১১/১১/২৪ রাতে   বিবাদীরা আইয়ুব আলীর  জমিতে অনধিকার প্রবেশ করে  জমিতে থাকা ২ টি কাঠাল গাছ ও ৪৮ টি বাগান গাছ কেটে প্রায় ৫০,০০০ হাজার – টাকা ক্ষতি সাধন করেছে ।বিবাদীদের জিজ্ঞাস করলে  খুন জখমের হুমকী প্রদান করে।

কালিয়াকৈর থানার ওসি(তদন্ত) জাফর আলী খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments