
শাজাহানপুর(বগুড়া)শিক্ষানবিশ প্রতিনিধি
রাজধানী ঢাকায় বগুড়া শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু পুলিশের হাতে আটক।
গত ১৩ নভেম্বর (বুধবার) আনুমানিক রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশ এবং যৌথ বাহিনীর অভিযানে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকা থেকে বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজুকে আটক করা হয়েছে। তাকে মোহাম্মদপুর থানার হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
আটককৃত আরজুর বিরুদ্ধে গত ০৫ আগস্টের পর বগুড়া সদর ও শাজাহানপুর থানার আমলি আদালতে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে।