বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাবকশীগঞ্জে পুুলিশের অভিযানে ৫ জুয়াড়ী আটক!

বকশীগঞ্জে পুুলিশের অভিযানে ৫ জুয়াড়ী আটক!

হারুন-উর- রশীদ ।। বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ীকে আটক করা হয়েছে। বুধবার রাতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর তাদের কোর্টে প্রেরণ করা হয়।

আটককৃতরা বকশীগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের হলেন গোলাপ হোসেনের ছেলে মাসুম মিয়া (২৮), মোবারক আলীর ছেলে মোস্তফা, মেষেরচর গ্রামের আরিফ মিয়ার ছেলে খলিল মিয়া (৫৩), মুসলিম উদ্দিনের ছেলে ফুটা মিয়া (৪২), চন্দেরবন তিনানী পাড়া গ্রামের সোনাজল হকের ছেলে সেলিম মিয়া (৪৫)।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ৫ জুয়াড়ীকে আটকের পর বৃহস্পতিবার দুপুরে তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, মাদক ও জুয়াড়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments