বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।ইন্দুরকানীতে যুবদল কর্তৃক আয়োজিত "আরাফাত রহমান কোকো স্মৃতি " ৮ দলীয় ফুটবল...

ইন্দুরকানীতে যুবদল কর্তৃক আয়োজিত “আরাফাত রহমান কোকো স্মৃতি ” ৮ দলীয় ফুটবল ফাইনাল টুর্নামেন্ট -২০২৪ইং।।

মোঃ আব্দুল  কুদ্দুস, জিয়ানগর (পিরোজপুর) শিক্ষানবিশ  প্রতিনিধি।

গতকাল ১৫তারিখ, রোজ শুক্রবার বিকাল ৩:৩০ঘটিকায় ইন্দুরকানী উপজেলার  ৫নং চন্ডিপুর ইউনিয়ন  যুবদল কর্তৃক আয়োজিত  চন্ডিপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে “আরাফাত রহমান কোকো স্মৃতি” ৮দলীয় ফুটবল ফাইনাল  টুর্নামেন্ট -২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে।। উক্ত খেলায় ফাইনাল দুটি দল যথা কলারন কিংস একাদশ ও  এন বি আই বাটা চন্ডিপুর  একাদশ অংশগ্রহন করেন।। কলারন কিংস একাদশ  দল  চ্যাম্পিয়ান হয়।।

উক্ত খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন  জনাব অধ্যক্ষ, আলমগীর হোসেন -আহ্বায়ক, পিরোজপুর জেলা বিএন পি।।

প্রধান বক্তা ছিলেন  জনাব, গাজী অহিদুজ্জামান লাভলু -সদস্য সচিব পিরোজপুর  জেলা  বিএনপি।।বিশেষ অতিথি ছিলেন জনাব,শেখ রিয়াজ উদ্দিন রানা-যুগ্ন আহ্বায়ক, পিরোজপুর জেলা  বিএনপি।

আরো  বিশেষ অতিথি  ছিলেন  জনাব,কামরুজ্জামান  তুষার -সিনিয়র যুগ্ন আহ্বায়ক, পিরোজপুর জেলা যুবদল।।

আরো ছিলেন জনাব, মো: ফরিদ আহম্মেদ -আহ্বায়ক, ইন্দুরকানী উপজেলা বিএনপি।।

জনাব,মো:আলমগীর  কবির মান্নু-সদস্য সচিব, ইন্দুরকানী উপজেলা বিএনপি।

আর ও ছিলেন জনাব,মো:আবদুল হাই জোমাদ্দার -আহ্বায়ক, চন্ডিপুর ইউনিয়ন  বিএনপি।।

জনাব মো:সাফায়েত হাওলাদার  -সদস্য সচিব, চন্ডিপুর ইউনিয়ন  বিএনপি।।

 

প্রধান অতিথি  ও প্রধান বক্তা প্রথমে স্মরন করেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর  রহমানকে তার পর আরাফাত রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।। তারপরে বর্তমান তরুন যুবকদেরকে মদ, জুয়া,নেশা,ইয়াবা ও মোবাইলে আসক্ত  না হয়ে মাঠে এসে খেলাধুলা করতে আহ্বান করেন।।

উক্ত খেলায় সঞ্চালনায়  ছিলেন  মো:মহিউদ্দিন  গাজী-সাবেক সভাপতি, বৃহত্তর বালিপাড়া ইউনিয়ন  যুবদল।

সভাপতিত্ব  করেন জনাব,মো:রফিকুল  ইসলাম হাওলাদার -সাবেক আহ্বায়ক , বৃহত্তর বালিপাড়া ইউনিয়ন যুবদল।

পরিচালনায় ছিলেন জনাব মো:কাইউম হাওলাদার -সাবেক দপ্তর সম্পাদক , বৃহত্তর বালিপাড়া  ইউনিয়ন যুবদল।।

উক্ত খেলায় আরো উপস্থিত  ছিলেন জনাব, মো:অহিদুল ইসলাম সহ  বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments