বাড়িঢাকা বিভাগঢাকা জেলাধামরাইতে ফুটবল ফাইনাল খেলার বিশাল আয়োজন।

ধামরাইতে ফুটবল ফাইনাল খেলার বিশাল আয়োজন।

শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই :

এনজিবিসি কাপ ফুটবল টুনামেন্ট ২০২৪ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত! আজ ১৫ নভেম্বর ২০২৪ ইং বিকাল ৩.০০ টায় নান্নার গ্রীন বয়েজ ক্লাব আয়োজিত এনজিবিসি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ নান্নার ঐতিহ্যবাহী খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

খেলার ফলাফলঃ

গাজীরচট ফুটবল একাদশ ০২

বনাম

জামগড়া ফুটবল একাদশ ০০

প্রতি বছরই ধামরাইতে বিশেষ করে নান্নার এলাকায় বিশাল ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দেশি খেলোয়াড়ের পাশাপাশি বিদেশি খেলোয়ার অংশগ্রহণ করে বিভিন্ন দলে। আফ্রিকান খেলোয়ারগণ দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments