বাড়িবাংলাদেশেবদরগঞ্জে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ।

বদরগঞ্জে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ।

মোঃইনামুল হক বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে প্রকাশ্যে দিবালোকে বিবস্ত্র করে মারধর ও শ্লীলতাহানির ভিডিও ভাইরাল এ ঘটনায় থানায় অভিযোগ। ভিডিওতে দেখা যায় ওই গৃহবধূর চুলের মুঠি ধরে টানা হ্যাচড়ে নিয়ে যাওয়া সহ লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও এখন পর্যন্ত পুলিশ ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীর ছেলে রিয়াদ হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ১৫ নভেম্বর বিকেলে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের উত্তর মাদাইখামার গ্রামে কাটা ধান ক্ষেতে গিয়া গরুর বাছুর ধান ক্ষেত নষ্ট করিলে গরুর মালিকের সঙ্গে বাক বিতন্ডতা হয়। তার কিছুক্ষণ পরে বাড়ির ভেতরে সাইফুল ইসলাম (৪৯), গোলজার হোসেন(৬০), শাকিল মিয়া (২০), রাকিব মিয়া (১৮), রেবেকা বেগম (৫৫), সাগরী বেগম (৪৫) বাড়ির ভেতর ঢুকে ভুক্তভোগী আনজুয়ারা বেগমকে ঘর থেকে টানা হ্যাচড়া করে বাহিরে এনে মারপিট সহ শ্লীলতাহানী করে।পরবর্তীতে তার ছেলে রিয়াদ মুঠোফোনে জানতে পেরে জরুরী সেবা-৯৯৯ কল করলে বদরগঞ্জ থানা পুলিশ এসে উদ্ধার করে চিকিৎসার জন্য বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments