বাড়িবাংলাদেশেখুলনা বিভাগযশোর টু খুলনা হাইওয়ে সড়কের বেহাল দশা, গাড়ি দুর্ঘটনা ঘটছে একের পর...

যশোর টু খুলনা হাইওয়ে সড়কের বেহাল দশা, গাড়ি দুর্ঘটনা ঘটছে একের পর এক।

নয়ন রায়, মনিরামপুর(যশোর)শিক্ষানবিশ প্রতিনিধি।

যশোর টু খুলনা মহাসড়কে ঝুঁকিতে পড়ছে বিভিন্ন গাড়ি, বিশেষ করে বসুন্দিয়া এবং নওয়াপাড়ার মধ্যবর্তী স্থানে সমস্যার সম্মুখীন হচ্ছে যাত্রী এবং মালবাহী গাড়ি।

আজ সোমবার(১৮নভেম্বর) আরো একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়।গাড়িটি নওয়াপাড়া থেকে ৭২৫ বস্তা ভুট্টা নিয়ে রওনা হয় সিরাজগঞ্জের উদ্দেশ্যে, চেঙ্গুটিয়া বাজার পার হয়ে উড়তলা নামক স্থানে  ক্ষতিগ্রস্ত রাস্তার মাঝে পুরো রাস্তা জুড়ে এবড়ো খেবড়ো ছোট বড় গর্ত হয়ে যাওয়ার কারনে গাড়িটি রাস্তার উপর পড়ে যায়। গাড়িতে থাকা ড্রাইভার বাবু(৩৬) এবং হেল্পার ইয়াসিন(১৮) কারো শারিরীক ক্ষয়ক্ষতি হয়নি বলে মন্তব্য করেন হেল্পার ইয়াসিন।

তবে গাড়িতে বস্তায় থাকা অনেক মাল ছিকটে পড়ে নষ্ট হয়ে যায়। শিল্প এলাকা হওয়ার কারনে এ রাস্তায় সব সময় ভারি যানবাহন চলাচল করায় রাস্তার এমন অবস্থা এবং ধুলোর সৃষ্টি হয় যার কারনে ছোট গাড়ি যেমন ইজিবাইক মোটরসাইকেল ভ্যান ইত্যাদি গাড়ি গুলো চলাচলে বাঁধাগ্রস্ত হচ্ছে। প্রচুর ধুলোর কারনে সামনে কিছু দেখা যায় না বলে ছোট গাড়িরও দুর্ঘটনা যেনো নিত্য দিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। ধুলার কারনে রাস্তার পাশে থাকা বিল্ডিং এবং দোকান গুলো নানান সমস্যায় পড়ছে। স্থানীয়রা জানান এমন দুর্ঘটনা দেখতে দেখতে তারা অভ্যাস্ত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments