
মোঃ জিয়ান, মোহনগঞ্জ, (নেত্রকোনা)নিজস্ব প্রতিনিধি
গুড পিপলস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহায়তায় এবং ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ এর সহযোগিতায় ময়মনসিংহ বিভাগে ভিশন সেন্টার মোহনগঞ্জ (পি,ই,সি) এর মাধ্যমে চক্ষুরোগ চিকিৎসা ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করছে।
এ বছর গুড় পিপলস ইন্টারন্যাশনাল বাংলাদেশ পাঁচটি ভিশন সেন্টারে ডায়াবেটিস দিবস উদযাপন করবে ১২ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত।
দিবসটি উপলক্ষে গুড পিপলস ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিম্নোক্ত কার্যক্রমের আয়োজন করবে
১. ভিশন সেন্টারের সামনে ফ্রি ডায়াবেটিক চেকআপ।
২. ভিশন সেন্টারে ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা
৩. বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য প্রচার করে নেওয়া এবং ডায়াবেটিক ও চোখের রোগ সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য মাইকিং, লিফলেট বিতরণ এবং পোস্টারের মতো সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহায়তায় এবং ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ বিভাগের চক্ষু রোগ প্রকল্পের অংশ হিসেবে এই সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি থেকে প্রকাশিত বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘আপনার ঝুঁকি সম্পর্কে সজাগ থাকুন, করনীয় সম্পর্কে সচেতন হন’।