বাড়িবাংলাদেশেগোয়াইনঘাটে ব্যবসায়ী সেলিম হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

গোয়াইনঘাটে ব্যবসায়ী সেলিম হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::

সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ব্যবসায়ী সেলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাকৃত দুই আসামী জালাল উদ্দিন (৬৪) ও সুলেমান উদ্দিন (৫১)। উভয়ে উপজেলার সদর ইউনিয়নের হোয়াউরা গ্রামের বাসিন্দা। এছাড়াও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সেলিম হত্যা মামলার দুই আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সুজন মিয়া।

তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত সেলিম হত্যা মামলার ৩ ও ৪ নং আসামিকে গতকাল বুধবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সিলেটের হবিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের  সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরদিন  (৫ নভেম্বর) সন্ধ্যায় সেলিম উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০ জনের নাম ও অজ্ঞাত আরও ১০-১২ জনের নাম উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি হত্যা  মামলা দায়ের করা হয়।পরে ১০ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments