বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহন ইসলামিক মডেল মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার...

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক মডেল মাদরাসার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল নয়টায় লালমোহন উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ উপলক্ষ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। 
প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল হক এর সভাপতিত্ব এবং মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খানের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, বর্ষীয়ান রাজনীতিবীদ আলহাজ্ব সফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদনমোহন মন্ডল, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এম.এ জাহের, সমাজকল্যান পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, ইসলামিক মডেল মাদরাসার সাবেক পরিচালক ও ঢাকা অরোরা হাসপাতালের জিএম কাজি শাহে আলম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, অভিভাবক সদস্য মনিরুল ইসলাম মিঠু, শিক্ষক ও সাংবাদিক মাহবুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আবু তাইয়্যেব প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ২০২৩ সালে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ উপস্থিতি ও মেধার ভিত্তিতে সাফল্য অর্জন করায় মোট ১২২ জন শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার প্রদান করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments