
মোঃ জাহিদ হোসেন।। হিজলা (বরিশাল)নিজস্ব প্রতিনিধি
শিক্ষক অভিভাবক সম্মিলিত শক্তি,শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি,এই শ্লোগান নিয়ে বরিশালের হিজলা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে ২৬/১১/২৪ইং মঙ্গলবার বেলা ১০ টার সময়
মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় হিজলা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে উপস্তিত ছিলেন সকল বিভাগের প্রধান ও প্রভাষকবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্তিত অভিভাকদের লক্ষ করে বক্তরা বলেন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রায় ৯ শতর অধিক ছাত্রছাত্রী রয়েছে।দুঃখের বিষয় ক্লাস চলাকালীন সময়ে এসব ছাত্রছাত্রীদের দেখা মিলছে না।তাই শিক্ষকরা অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করে বলেন আপনাদের সন্তানরা নিয়মিত ক্লাস করে সে বিষয়ে দৃষ্টি রাখার অনুরোধ জানায়।
অভিভাবক মতবিনিময় সভার সঞ্চালনা করেন হিজলা সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমান আজাদ।