
মোঃ ইনামুল হক বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ফুলজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন মৌয়াগাছ ঘোনাপাড়া গ্রামে। ফুলজান বেগম মৌয়াগাছ ঘোনাপাড়া গ্রামের মৃত হাফিজার রহমানের স্ত্রী।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৮ নভেম্বর সকালে ১১ টায় বাড়ির পাশে তাজুল ইসলামের পুকুরে পানি আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় ফুলজান নামে এক বৃদ্ধা। স্থানীয় লোকজন কিছু ক্ষন পর ঘটনা জানতে পেরে স্থানীয় ডুবুরির সাহায্যে ঐ বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করে বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, পুকুরে পানি নিতে গিয়ে পুকুরে ডুবে ফুলজান নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবার আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।