বাড়িরংপুর বিভাগরংপুর জেলাপীরগাছায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ- 

পীরগাছায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ- 

মোঃ জমির উদ্দিন ।। পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

রংপুরের পীরগাছায় রবি ২০২৪-২৫ মৌসুমে হাইব্রিড ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করা হয়েছে।

বুধবার ২৮ নভেম্বর বেলা ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে শতাধিক কৃষকের মধ্যে বীজ ধান বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুল লতিফের সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। এ সময় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মধ্যে জনপ্রতি দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ০৯টি ইউনিয়নে মোট ৪ হাজার ৭শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments