
মোঃ আশরাফ উজ্জ্বল,কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধিঃ
আজ ৩০ নভেম্বর শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আজ শনিবার সকালে কসবার ঐতিহ্যবাহী তিনলাখপীর বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটি ছিল উজ্জীবিত, ঐক্যবদ্ধ ও দলের লক্ষ্য অর্জনে নতুন সংকল্পের প্রতিফলন।
কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখর উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন।
জাতীয় সংগীত ও দলীয় সংগীত এবং পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন কসবা পশ্চিম ইউনিয়ন ,বাইয়েক ইউনিয়ন, বাদৈর ইউনিয়ন কাইমপুর ইউনিয়ন , কুটি ইউনিয়ন, খারেরা ইউনিয়ন ,বিনাটি ইউনিয়ন গোপীনাথপুর ইউনিয়ন সহ দশটি ইউনিয়ন থেকে ও কসবা পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশ স্থলে হাজার হাজার নেতা কর্মী সমাবেশে আসে। এক পর্যায়ে সমাবেশ স্থলে জনসমুদ্রে পরিনত হয়।
কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সঞ্চালনায় ,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার গণমানুষের নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন এবং নুরে আলম ছিদ্দিকী।
সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা ও সাধারণ সম্পাদক শামিমা ছিদ্দিকী। তারা নারী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বিএনপির আদর্শ ও কার্যক্রমে নারীদের সম্পৃক্ততার বিষয়ে জোর দেন।
উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট ফখরুদ্দিন খান ফখরুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন , পৌরসভা নেতৃবৃন্দের বক্তব্য
কসবা পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকলিল আজম, উপজেলা যুবদলের, বর্তমান আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপুও উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন , যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন কামাল ,সম্মেলনে বক্তব্য প্রদান করেন। এছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান প্রমুখ।
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা কসবা উপজেলা , ইউনিয়ন বিএনপি ও পৌর বিএনপিকে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বক্তারা কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।