
রবি মিয়া, ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা থানার একটি কক্ষে বৃহন্পতিবার বেলা পৌনে একটার দিকে গুজবে কান না দেওয়া ও সকল ধর্মের মানুষজনদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা থানা পুলিশ এই সভার আয়োজন করে। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ। থানার এসআই সাব্বীর আহসানের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী মাজহারুল হক, আবদুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মিল হক তালুকদার, সম্মিলিত উলামা পরিষদের উপজেলা কমিটির সভাপতি মাওলানা আমিনুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, জামায়াতে ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার আমির বোরহান উদ্দিন, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সজীব আহমেদ তালুকদার প্রমুখ। সভায় বাংলাদেশের অ্যন্তরীন নানা বিষয় নিয়ে ভারতীয় গণামধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর তীব্র নিন্দা জানানো হয়।