বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাবৈদ্দতিক সট সার্কেটে আগুন লেগে ঔষধ এর দোকান পুড়ে সর্বস্ব হারালেন কামরুল...

বৈদ্দতিক সট সার্কেটে আগুন লেগে ঔষধ এর দোকান পুড়ে সর্বস্ব হারালেন কামরুল হাসান।

মো: সোহেল রানা,  ভালুকা (ময়মনসিংহ)বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহ ভালুকা থানার অন্তর্ভুক্ত ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়ন এর বাসিন্দা কামরুল হাসানের মল্লিকবাড়ি বাজারে কোচড়া এবং পাইকারি ঔষধ এর দোকানে বৈদ্দতিক সট সার্কেট এ  আগুন লেগে প্রায় বিশ লক্ষ টাকার ঔষধ পুড়ে ছাই হয়ে যায়। উক্ত ঘটনাটি ঘটাতে মধ্যবিত্ত কামরুল হাসানের  পরিবারের মুখের হাসি মুছে গেলো চিরতরে। ঘটনা টি ঘটেছে শুক্রবার দিন বিকাল সাড়েচার ঘটিকার সময়। 
জনসম্মুখে বিশাল আগুনের তান্ডবে হতাশাগস্থ এলাকাবাসি সহো বাজারের প্রতিটি দোকানদার এবং বাজার কমিটি বৃন্দ, এক পর্যায়ে আগুন নেভানোর জন্য সকলে মিলে চেষ্টায় ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিস কে অবগত করেন স্থানীয় জনগণ। অবশেষে ভালুকা ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন, কিন্তু ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি কামরুল হাসানের দোকান টি। এবেপারে এলাকাবাসি সহো বাজারের প্রতিটি দোকানদার সুকাহত হয়ে কামরুল হাসানকে শান্তনা দেওয়া ছাড়া আর কিছুই দিতে পারেনি স্থানীয় জনগণ। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments