
শ্যামল বর্মন শিমুল।। নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর পৌর প্রশাসক রাজিব চৌধুরী একটি বার্তায় বলেন পৌরসভা এলাকার যানজট নিরসনকল্পে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে স্থায়ী দোকানের সামনে ফুটপাত ও সড়ক দখল করে অস্থায়ী দোকানদারি সহ ইজিবাইক, রিক্সা, মোটরসাইকেল পার্কিং অবস্থায় পাওয়া যায়,
এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তি হচ্ছে।
এই অবাঞ্ছিত পরিবেশ সৃষ্টির দায়-দায়িত্ব স্থায়ী দোকান মালিকের ওপর বর্তায়। এ কারণে সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট স্থায়ী দোকান মালিকের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। আদেশক্রমে প্রশাসক নবীনগর পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।