
রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের, ধর্মপাশায় গাবী গ্রামের, রয়াল আহমদ হৃদয়কে নির্মম ভাবে হত্যা, ও শামীম,অন্তর ও সাজন কে গুরুত্বর আহত করায় সকল খুনীদের মদদ দাতা দের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। ৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে গাবী গ্রামে গ্যাস ফিল্ড মোড়ে বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হৃদয় ও ৩ জনকে গুরুত্বর আহত করার প্রতিবাদে সোচ্চার দাবীতে সোমবার বিকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী বটতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। টানা এক ঘন্টা মানব বন্ধনে বক্তব্য রাখেন, সাবেক,চেয়ারম্যান আলাউদ্দীন শাহ,টিটু মিয়া,জসিম উদ্দিন, ও নিহত রয়াল আহমদ রিদয়ের বাবা সহ আরো অনেকেই। হৃদয়ের অকাল মৃত্যুর শোক মেনে নিতে পারছে না এলাকাবাসী।