
নিজস্ব প্রতিবেদক ধামরাই (ঢাকা) :
৮ডিসেম্বর থেকে চলছে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন এর কাজ। কয়েকশত লোক রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন যেন মনোরম পরিবেশে করা যায়। এই দিনগুলো সাধারণ লোকজনের জন্য স্মৃতিসৌধ প্রান্তর ভ্রমণে সংকীর্ণ করা হয়েছে। ধৌত করা, রং করা ও গাছগুলোর পরিচর্যা করে আকর্ষণীয় করা হয়েছে। ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসে সকল পেশাজীবী মানুষ জাতীয় স্মৃতিসৌধ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবস উদযাপন ছাড়াও হাজার হাজার মানুষ ছুটির দিনগুলোতে এর মনোরম পরিবেশ গাছপালা ও লেক দেখার জন্য ছুটে আসে।