
মমিনুল ইসলাম, তজুমদ্দিন প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলার ৫নং শম্ভুপুর ইউনিয়নে দখলি জমি উদ্ধার করতে গিয়ে শম্ভুপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রলীগের সভাপতি রবিন এর হামলায় শম্ভুপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাব্বত আলী গুরুতর আহত হয়। আহত মোহাব্বত আলী জানান, বিগত সরকারের আমলে রবিনের বাবা উত্তর শম্ভুপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ পাটোয়ারী তাদের ইরি চাষের জমি দখল করে নেয়। পেক্ষাপট পরিবর্তনের পর সেই জমির দখল তারা বুঝে নেয় কিন্তু গত কালকে রবিনের নেতৃত্বে সেই জমি দখল করতে আসলে মোহাব্বত বাধা দিলে তার উপর হামলা করে রবিন। ধারালো ছুরির আগাতে মোহাব্বতের হাতে মারাক্তক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ কম্পেলেক্সে ভর্তি করেন। ঘটনার সত্যতা জানতে রবিনের মুঠো ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।