বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলামাছের ঘেরে বিষ দিয়ে প্রায়  ১০ লক্ষাধিক  টাকার মাছ নিধন 

মাছের ঘেরে বিষ দিয়ে প্রায়  ১০ লক্ষাধিক  টাকার মাছ নিধন 

কোটালিপাড়া সংবাদদাতা ঃ হোসেন আলী রানা 
পুর্বশত্রুতার জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষ্য টাকার মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে।গত সেমবার রাতে কোটালিপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের পুর্ব পাড়া মাছের ঘের ব্যবসায়ী লিমন মোল্লার পুকুরে এ ঘটনা ঘটে।  সোমবার বিকালে তার পাসের বাড়ি নাসির হাওলাদা, পিতা, লিয়াকত হাওলাদার ও চাচাতো ভাই লালন হাওলাদারের সাথে পারিবারিক কলহের যেরে এ ঘটনা ঘটিয়েছে বলে  অভিযোগ উঠেছে।এ বিষয়ে কোটালী পাড়া থানায় লিমন মোল্লা বাদি হয়ে  একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
 এলাকাবাসি সূত্রে জানা যায় একদিন আগের বিবাদের জেরে  ঐ রাতে লিমন মোল্লা, পিতা মতিয়ার মোল্লার ঘেরে বিষ প্রয়োগ করে নাসির হাওলাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে এ  অভিযোগ উঠেছে।স্থানীয় শাহালম হাওলাদার( ৫৫)আবুতালেব হাওলাদার (৫২)হালিম হাওলাদার (৫৭)মিরাজ হাওলাদার (৪৮)বলেন লিমনের চাচাত ভাইদের সাথে পারিবারিক কলহ হয়,হয়ত তারই শুবাধে এই অপ্রতি কর ঘটনা ঘটেছে বলে আসা মনে করছি। তবে  শত্রুতার ধরে ১০ লক্ষ টাকার ক্ষতি করবে এটা আমরা আশা করিনি। ভুক্তভোগী লিমন বলেন,আমার পুকুরে যারা বিষ দিয়েছে তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে া আইনের আওতায় আনার দাবি  কারছি । 
অভিযুক্ত নাসির হাওলাদারের কাছে জানতে চাইলে বলেন, আমার সাথে লিমনের পারিবারিক কলাহ হয়েছে ঠিক আছে, কিন্তু আমি তাদের ঘেরে বিষ প্রয়োগ করিনি। আমার উপর যে অভিযোগ করছে তা সম্পন্ন মিথ্যা। আমি ঐ রাতে পাশের গ্রামে আমার আত্বীয় মারা গেছে সেখানে ছিলাম। আমি চাই প্রকৃত দুষিদের চিন্তিত করে আইনের আওতায় নেওয়া উচিৎ।
এবিষয়ে কোটালী পাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন,অভিযোগ পেয়েছি,আইন অনুক ব্যবস্থা নিব।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments