
খান জিল্লুর রহমান।। রামপাল (বাগেরহাট) নিজস্ব প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে, রামপালের ৩নং বাইনতলা ইউনিয়নের পবনতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ১১(ডিসেম্বর)বুধবার বিকাল ৪টায়, ৬ নং ওয়ার্ড বিএনপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাইনতলা ইউনিয়ানে যুবদলের সাবেক সভাপতি শেখ ইকরাম হোসেন, সঞ্চালনা করেন আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন রামপাল উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য তালুকদার বদিউজ্জামান মিনা , রামপাল উপজেলা মৎস দলের সভাপতি লিকাত আলী, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজর রহমান সিক, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান বাদশা, মল্লিক দেলোয়ার হোসেন,
মোল্লা লোকমান হাকিম, খান আলী আজম, স্বেচ্ছাসেবক নেতা মোতালেব হোসেন, খান এ সবুর, মৎস নেতা শেখ বোরহান উদ্দিন, শেখ সোহেল, ছাত্রনেতা মোফাজ্জল, হোসেন শেখ বাদল , সভাপতি শেখ মেহেদী হাসান,
শেখ রেজাউল করিম, মোহাম্মদ আলী, শেখ শাকিল, আবু বকর, শেখ জাবের, প্রমুখ
এ সময় বক্তারা বলেন ১৪ই ডিসেম্বর বাইনতলা ইউনিয়ন বিএনপির সমাবেশ সবাইকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সফল ও সার্থক করতে হবে বলে আহ্বান করেন। বক্তারা বক্তব্য বলেন বিগত দিনে যারা কারা নির্যাতিত বা হামলা মামলা শিকার তাদের মূল্যায়ন করা অতীব জরুরী ৫ আগস্ট এর আগে যারা দলের সাথে সংশ্লিষ্ট ছিলো তাদেরকে মূল্যায়ন করে কমিটিতে ১০০% মর্যাদা প্রদান করতে হবে।
উক্ত সভায় বক্তারা আরো বলেন ১৪ই ডিসেম্বর এর সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামপাল মংলার গণ মানুষের নেতা বাগেরহাট জেলা বিএনপির প্রভাবশালী যুগ্ন আহবায়ক সেব দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। উক্ত সমাবেশকে সবাইকে একতাবদ্ধ ভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে ফরিদ ভাইয়ের সমাবেশ কে সাফল্যমন্ডিত করতে হবে।