
রংপুরের বদরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক এবং পৌরসভার সাবেক মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল এর বাসভবনে গত সোমবার রাতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে এ সময় তাঁরা বাসভবনে ছিলেন না। পরে রাতভর পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌর ও উপজেলা ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তিনজন হলেন বদরগঞ্জ পৌর ছাত্রলীগের সদস্য আবু সুফিয়ান নোমান (২৯), ইসতিয়াক আহম্মেদ (২৫) ও উপজেলা ছাত্রলীগের সদস্য নুরাইন শাহ সার্জিল (২৫)। আবু সুফিয়ান ও ইসতিয়াক আহম্মেদের বাড়ি বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা ও নুরাইন শাহের বাড়ি শাহাপুর গ্রামে। তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।থানা–পুলিশ সুত্রে জানা গেছে, বদরগঞ্জ থানায় দায়ের করা অগ্নি–সন্ত্রাস, ভাঙচুর, লুটপাট ও নাশকতার অভিযোগে হওয়া একটি মামলায় ছাত্রলীগের ওই তিন সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর বদরগঞ্জ থানায় ওই মামলাটি করেন একটি বেসরকারি টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী।