
মোঃ নাজমুল হোসেন(জিয়ানগর) পিরোজপুর নিজস্ব প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা জিয়ানগর উপজেলা শাখা কমিটি শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর শহরের সিআইপাড়া সড়কে সদর সার্কেল অফিস সংলগ্ন সংস্থার অস্থায়ী জেলা কার্যালয়ে পিরোজপুর জেলা কমিটির সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি দীর্ঘ প্রায় ৪৩ বছর পূর্বে সংগঠনটি প্রতিষ্ঠা হয়।
উক্ত অনুষ্ঠানে পিরোজপুরের ০৫টি উপজেলার ০৯ সদস্য বিশিষ্ট জিয়ানগর উপজেলা শাখা কমিটি গঠিত ও ঘোষণা করা হয়।
পরে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাহিন মহাসচিব মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত জিয়া নগর উপজেলা কমিটির অনুমোদনপত্র স্থানান্তর করা হয়। এতে ডেইলি অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি আজাদ হোসেন বাচ্চুকে সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জিয়াউল ফকিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মারুফুল ইসলাম ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি নাজমুল শাকিব, আজকের পত্রিকায় প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানকে কোষাধ্যক্ষ, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আরিফুল ইসলাম শফিকুলকে দপ্তর সম্পাদক। নির্বাহী সদস্যরা হলেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি এইচ এম ফারুক হোসেন, দৈনিক আমার দেশের প্রতিনিধি মোঃ সাহিদুল ইসলাম, দৈনিক খবর পত্রের প্রতিনিধি মোঃ আল আমিন হোসেন।