
রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) শিক্ষানবিশ প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন এর পক্ষে উপসহকারী কমিশনার ভূমি জনাব কিশোর কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান খান সহ ঘাটাইল থানা অফিসার ইনচার্জ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, আনসার বাহিনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ কর হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।