বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলাদীঘিনালায় মহান বিজয় দিবস উদযাপন

দীঘিনালায় মহান বিজয় দিবস উদযাপন

দীঘিনালা প্রতিনিধি, 
খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদা মহান বিজয় দিবস- ২০২৪ উদযাপন করা  হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ,  দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার  মো: সেলিম এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার  পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এ ছাড়াও উপজেলা পরিষদ চত্বরে ০১দিনব্যাপি বিজয মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। এসময় অন্যদের মধ্যে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও বিজয় দিবস সস্মাননা স্বারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ দিকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজনৈতিক দলগুলোও মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপির সভাপতি মো শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো জয়নাল আবেদীন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্ট -ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকর্মীরা মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন দলীয় নেতাকর্মীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments