বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত।

হোমনায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত।

মোঃ তারিকুল ইসলাম, হোমনা 
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুলিশ ও আনসার বাহিনীর অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটে বিজয় মেলা, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়।
বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন, হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
প্রীতি ফুটবল ম্যাচ ও মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments