বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলামহান বিজয় দিবসে আমতলীতে বেসরকারী সংস্থা আশা'র ফ্রী মেডিক্যাল ক্যাম্প

মহান বিজয় দিবসে আমতলীতে বেসরকারী সংস্থা আশা’র ফ্রী মেডিক্যাল ক্যাম্প

এস এম নাসির মাহমুদ ।। আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
 মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে বেসরকারী সংস্থা আশা’র আয়োজনে উপজেলার তালুকদার বাজার ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। 
অনগ্রসর এলাকায় সংস্থার সদস্য ও সকল জনসাধারণকে চিকিৎসা সেবা দিতে ‘আশা’র এই মানবিক উদ্যোগ সম্পূর্ণ ডিসেম্বর মাস ব্যাপী নামমাত্র মূল্যে পরিচালিত হবে। আজ ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন সংস্থার বরগুনা জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ ফিরোজুর রহমান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমতলী অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: অহিদুল ইসলাম, ‘আশা’ তালুকদার বাজার ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ রেজাউল করিম, চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা: পিয়াস বাড়ৈ, স্থানীয় সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন ও মোঃ জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‘আশা’ স্বাস্থ্য কর্মসূচির আওতায় মাসব্যাপী প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান, গর্ভকালীন পরামর্শ, শিশু ও বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা, প্রবীণ স্বাস্থ্য সেবা, ব্লাড সুগার পরীক্ষা, প্রেগনেন্সি পরীক্ষা এবং ড্রেসিং ও সেলাই জনিত স্বাস্থ্যসেবা দেয়া হবে। অনগ্রসর স্থানীয় জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ও সংস্থার সাফল্য কামনা করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments