
ইয়াছিন চৌধুরী নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনিধি।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কর্মসূচি পালিত হয়।
২৪ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টায় নাসিরনগর শহীদ মিনার প্রাঙ্গণে এক ঘন্টার কলম বিরতির কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা দাবি করেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।
এসময় কর্মসূচিতে আরো দাবি করা হয় আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সকল অফিসে স্বস্ব কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচী, ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশ আয়োজন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছির,