
মোঃ জাহিদ হোসেন (নিজস্ব প্রতিবেদক হিজলা বরিশাল)
হিজলা উপজেলার মেমানিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত ।
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বি এন পি ও অঙ্গসংগঠনের উদ্যেগে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সোমবার বিকাল ৫ টার সময় বাক্কু সিকদারের সভাপতিত্বে জহির রায়হানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার।ওয়ার্ড বি এন পির আলোচনা সভাটি জনসভায় পরিণত হয়েছে। মেমানিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতশত নেতাকর্মী আলাদা আলাদা মিছিল নিয়ে সভায় উপস্তিত হয়।
এ সময় বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার তার বক্তবে বলেন আমি কোনো ভাইয়ের দল করি না। আমি জিয়াউর রহমানের আদর্শের দল বি এন পি করি। আমার নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সকল নির্দেশ মেনে রাজনীতি করি। একটি সুষ্ঠ সমাজ গঠনের লক্ষে তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে সেই বার্তা আপনাদের নিকট পৌছানোর জন্য এ আলোচনা সভা।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন স্বেচ্ছাসেবকদলের আহবাযক আসাদুজ্জামান খান স্বজল, বড়জালিয়া ইউনিয়ন বি এন পির আহবায়ক স.ম হুমায়ুন সহ অনেকে।