
মোঃ জমির উদ্দিন ।। পীরগাছা (রংপুর)নিজস্ব প্রতিনিধি:
রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন মোকলেছুর রহমান। ১৯৭ ভোটের মধ্যে তিনি আনারস প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। মাছ প্রতীক নিয়ে ১১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরন্নবী মিয়া। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বাবুল আক্তার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার পবিত্রঝাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মুকুল মিয়া।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক প্রার্থী আজাদ হোসেন। পোলিং অফিসার ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ইউসুফ চন্দন, শফিকুল ইসলাম টুলু, ফয়েজ আহমেদ মিলন, যুবনেতা সাব্বির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, আব্দুল আউয়াল, মোকছেদ আলী, আলম মিয়া, মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম মিয়া, ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেনসহ অনেকে।