বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বাউফলে বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মোঃ ফোরকান, বাউফল(পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপি’র কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

গতকাল শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার সংলগ্ন বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে , গত ২০দিন আগে চন্দ্রপাড়া বাজারে একটি টিনসেট ঘরে বিএনপি’র অস্থায়ী কার্যালয় হিসেবে ভাড়া নেন ইউনিয়ন বিএনপি। কার্যালয়টি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন। দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। রাত অড়াইটার দিকে একদল দুর্বৃত্তরা ওই অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে থাকা আসবাপত্র সহ কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 

মদনপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি কবির খান বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা আমরা জানিনা। সব দলের লোকজনই ওই অফিসে বসে। তবে বিরোধী মতের লোকজন এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তিনি। 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনার কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments