বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগআওয়ামী লীগ সরকার অবাস্তব শিক্ষানীতি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সংবাদ সম্মেলনে...

আওয়ামী লীগ সরকার অবাস্তব শিক্ষানীতি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সংবাদ সম্মেলনে এম আকবর আলী

মেসবাহুল হক মাসুম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):  
আওয়ামী লীগ সরকারের শিক্ষা নীতিমালা, দেশের শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি, এম আকবর আলী। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের মামুন হলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 
তিনি আরো জানান, উল্লাপাড়ার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ১৯৭০ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ, ১৯৯৪ সালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, ২০০২ সালে মোমেনা আলী বিজ্ঞান স্কুল ও বড়হর স্কুল এন্ড কলেজ তিনি প্রতিষ্ঠিত করেছেন।
 এই প্রতিষ্ঠান গুলোতে আওয়ামী লীগের শাসনামলে অশিক্ষিত নেতাকর্মীরা কমিটিতে ডুকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য, শিক্ষক নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠান পরিচালনায় বাণিজ্য, সর্ব ক্ষেত্রে অর্থের বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছে। এতে করে শিক্ষা ব্যবস্থা সম্পুর্ণ ধ্বংস করা হয়েছে। বিগত সারে ১৬ বছরে আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থা কে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিল । 
পতিত সরকারের যে শিক্ষা নীতিমালা রয়েছে এটা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। এই শিক্ষা নীতিমালা কে অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের দাবি জানিয়েছেন। এম আকবর আলী বলেন, তিনি যদি আবারও এমপি হতে পারেন সরকারি আকবর আলী কলেজ কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবেন এবং একটি কারিগরি ও একটি নার্সিং ইনস্টিটিউড একটি টেকনোলজিস্ট কলেজ প্রতিষ্ঠিত করবেন । যাতে করে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে ছেলেমেয়েরা বিদেশে উচ্চ বেতনে চাকরি করতে পারে  
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের  সাবেক এমপির তানভীর ইমাম, তার পিএস শওকত ওসমান ও মীর আরিফুল ইসলাম উজ্জল, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কাজী এহসানুল হক সন্টু, 
 মোমেনা আলী বিজ্ঞান স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক রকিবুল ইসলামের সাথে যোগাসাজসে ৪ টি ব্যাংক থেকে ১০ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা ব্যাংক উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এই অর্থ লুটপাট কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,  সাবেক এমপি,  এম আকবর আলী ও তার সহধর্মিণী লায়ন মোমেনা আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক হেলাল সরকার,  সাবেক পৌর মেয়র বেল্লাল হোসেন,বিশিষ্ট সমাজ সেবক, জাহিদ হোসেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটন সহ আরো অনেকে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments