
সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি বগুড়া।
বগুড়া গাবতলী উপজেলার দূর্গা হাঁটা ইউনিয়নের বেতুয়ার কান্দি গ্রামে পায়ে হাঁটা পথ বন্ধ করার কারণে ঐই এলাকার তিন শতাধিক পরিবার মানবেতর জীবন যাপন করছে, সরোজমিনে গিয়ে জানা যায় ঐই এলাকার মানুষের যাতায়াতের জন্য সরকারি ভাবে কোনো রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে,একে অপরের বাড়ির উঠানের যায়গা ব্যবহার করে যাতায়াত করছিলো হঠাৎ করে একই এলাকার
মোঃ মোস্তা (৪০), পিতা মৃত বাবু প্রামানিক
তার উঠানের রাস্তা ব্যবহার না করার জন্য তার নিজ দোকানের পাশে বাঁশের খুঁটি পুঁতে রাস্তা বন্ধ করে দেয়,আর এতে করে ঐই এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে যায়, বিষয়টি নিয়ে তার সাথে কথা বলার জন্য এলাকাবাসী গেলে, এলাকাবাসীর উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন । এবং বিকল্প রাস্তার জন্য অনুরোধ করলে তাতেও তিনি রাজি হননি। এখন এলকাবাসীর দাবি বিকল্প রাস্তা পেতে আমরা আইনের আশ্রয় নিতে চাই।