বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় বিজিবি( বিডিআর) এর বাধার মুখে লেজ গুটে পলায়নে বাধ্য বিএসএফ ।

নওগাঁয় বিজিবি( বিডিআর) এর বাধার মুখে লেজ গুটে পলায়নে বাধ্য বিএসএফ ।

” কাজী স্বাধীন ” নিজস্ব প্রতিনিধি নওগাঁ  :-
নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কাঁটাতারের বেড়া। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দিতে আসলে তাদের কাজ বন্ধ করে দেয় নওগাঁ ১৪ বিজিবি। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোন বেড়া নেই। আজ সকালে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত স্থায়ী কোন স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে কাঁটাতারের বেড়া দিতে আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যরা। তিনি আরও জানান, এবিষয়ে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে বিজিবি সব সময় সতর্ক আছে বলেও জানান তিনি। বাংলাদেশের মাটিতে কাউকে খরবদারী করতে আমরা দিবো না প্রয়োজনে যুদ্ধের জন্য আমরা তৈরী, আমাদের জন্য জনগন কে সাথে নিয়ে ঝাপিয়ে পরবো।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments