বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাএম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া 

এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া 

এস এম নাসির মাহমুদ ,আমতলী ( বরগুনা ) প্রতিনিধি 
 বরগুনার আমতলী এম,ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার মিয়া(৯৫)চিকিৎসাধীন অবস্থায়  বৃহস্পতিবার রাত ৮.৩০ মি: এর সময় বরিশাল কে,এম,সি হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না নিল্লাহে ÑÑÑরাজেউন )। বেলা ১১ টায় আমতলী এম,ইউ,স্কুল মাঠে  প্রথম জানজা ও জুময়া বাদ দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে  দাফন করা হয় ।  তিনি  স্ত্রী ,০৪ পুত্র ও ০৩ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন । তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: মতিয়ার রহমান তালুকদার, বি,এন,পির সিনিয়র যুগ্ম আহবয়ক জহিরু ইসলাম মামুন , সদস্য সচিব তুহিন মৃধা , পৌর বি,এন,পির আহবায়ক কবির উদ্দিন ফকীর (প্রমুখ)
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments