বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাকুমিরা -গুপ্তছড়া নৌরুটে ইজারাদার নয়নের ইজারা বাতিলসহ জনদুর্ভোগ নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

কুমিরা -গুপ্তছড়া নৌরুটে ইজারাদার নয়নের ইজারা বাতিলসহ জনদুর্ভোগ নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রিদুয়ানুল বারী – সন্দ্বীপ- চট্টগ্রাম 
সন্দ্বীপবাসি এক হও, গুপ্তছড়া – কুমিরা নৌ-পথে সকল ষড়যন্ত্র রুখে দাও  স্লোগান কে সামনে রেখে সন্দ্বীপবাসির প্রাণের দাবি ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত উমুক্ত নৌ-পথকে বাঁধাগ্রস্ত করায়  জগলুল হোসেন নয়নের ইজারা বাতিল এবং অরাজকতা, সিন্ডিকেট, ও অনিয়ম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে আমরা সন্দ্বীপবাসি। 
১৫ জানুয়ারি বুধবার বেলা ২ টায় গুপ্তছড়া ঘাটে বিআইডব্লিউটিএ জেটির মুস্তাফিজুর রহমান কাউন্টারের সামনে এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান,  বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাছিরুল কবির মনির তালুকদার, সন্দ্বীপ মেরিন সার্ভিসের এমডি ও বিএনপি নেতা  লায়ন নাছির উদ্দীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন, লায়ন আমজাদ হোসেন  জামায়াত নেতা শাহেদ খান, যুব জামায়াত নেতা মাকছুদের রহমান, ইসলামি আন্দোলনে নেতা মুহিব খান, যুক্তরাষ্ট্র প্রবাসি এস কে ফেরদৌস, বকতিয়ার উদ্দিন রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্নয়ক সাইফুর রহমান খান, মাইনউদ্দীন ফাহাদ,  বইচিন্তা সমন্বয়ক নজরুল নাইম, ইসমাইল হোসেন কষ্টি, শেখ রুবেল, কিবরিয়া শাহিন,  প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী নজরুল ইসলাম। এ ছাড়া ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে একাত্মতায় ব্যানার নিয়ে   অংশ গ্রহন করে সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ,মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন সন্তোষপুর , সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং স্টুডেন্ট ফোরাম,দ্বীপের মায়াবী স্বপ্ন সংগঠন, ফ্রিডম বার্ডস অব সন্দ্বীপ , সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ,তিতা কাজী পাড়া দেশী প্রবাসী ঐক্য পরিষদ,প্রাণের সন্দ্বীপ মানব দরদী সংগঠন, সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদ,সন্দ্বীপ ই- কর্মাস পরিবার, বৈষম্য বিরোধ যাত্রী আন্দোলন,বইচিন্তা সহ নানা সংগঠন।
বক্তারা বলেন কুমিরা গুপ্তছড়া নৌরুটে কুমিরা গুপ্তছড়া ঘাটে নয়নের ইজারা বাতিল করতে হবে,  যাত্রী পারাপার ১৫০/২০০ টাকা করতে হবে, ঘাটে যাত্রীদের লাইফ জ্যাকেট প্রদান করতে হবে, তথা কথিত ভিআইপি টিকেট বাতিল করতে হবে, ভিআইপি টিকেট দিলে কাউন্টার থেকে উঠিয়ে নেয়ার জোর দাবি জানাচ্ছি , সন্দ্বীপ থেকে রাতে রোগী পাড়াপাড় করতে হবে। সরকারি ব্যবস্হাপনায় সী অ্যাম্বুলেন্স চালুর জন্য জ্বালানি ও চালকসহ যাবতীয় সুবিধা দিতে হবে। 
এসময় বিক্ষোভ সমাবেশে হজার হাজার সন্দ্বীপবাসী অংশ গ্রহন করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments