বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলাদীঘিনালায় চালকের বসতবাড়ি পুড়ে ছাই

দীঘিনালায় চালকের বসতবাড়ি পুড়ে ছাই

দীঘিনালা প্রতিনিধি, 
খাগড়াছড়ি দীঘিনালায় বড়াদম এলাকায় এক জীবগাড়ী চালকের বসতবাড়ি ঘর পুরে ছাই হয়ে গেছে।
মঙ্গবার (২১জানুয়ারি) দুপুরের উপজেলার দীঘিনালা ইউনিয়নের বড়াদম এলাকায় জীবগাড়ি চালক  সোহেল জ্যোতি চাকমা‘র হঠাৎ আগুন ধরে যায়। আগুনে সম্পূর্ণ বসতবাড়িটি মুর্হুতের মধ্যে পুড়ে যায়। ঘর থেকে কোন জিনিস পত্র, পারিবারিক প্রয়োজনীয় জায়গা জমিনের দলিল পত্র, স্কুল পড়ুয়া শিক্ষার্থীর বইখাতা ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে গেছে।
সোহেল জ্যোতি চাকমা স্ত্রী মিতালি চাকমা জানান, আমার স্বামী একজন জীব গাড়ি চালক তিনি সাজেকে পর্যটকবাহী গাড়ি চালায় আজ তিনি গাড়ি নিয়ে সাজেকে গেছে। আমি বাড়িতে ছিলাম না তালা মেরে দুরে একটা কাজে গিয়েছিলাম। এলাকার মানুষ আমাকে ফোন দেন আমার বাড়িতে আগুন ধরছে। তাড়াতাড়ি করে এসে দেখি বাড়িঘর সম্পূর্ন পুড়ে গেছে। আমার ঘরে থাকা সব জিনিস পত্র ও দলিল, ছেলে মেয়েদের বইখাতা, স্কুলের সার্টিফিকেট সবকিছু পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান কোথায় থেকে আগুন লেগেছে জানিনা, তবে বিদ্যুৎ থেকে আগুন লাগতে পারে  মনে হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments