বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাগাজীপুরে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

গাজীপুরে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

বিশ্ব শান্তি, মানব কল্যান, দেশ ও জাতির  সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনায়
গাজীপুরে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি শুক্রবার থেকে ১৮ জানুয়ারি শনিবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
১৯ জানুয়ারী রবিবার থেকে  ২০ জানুয়ারী থেকে  মঙ্গলবার পর্ষন্ত শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ  ২২ জানুয়ারী  শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন,  মহাপ্রভুর ও প্রসাদ বিতরন। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দধি মঙ্গল, জলকেলি, কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান  মঠ মন্দিরের  পরিচালনা ও সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক  খোকন চন্দ্র দে জানান, সকলের সার্বিক সহযোগিতায় ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে গীতা পাঠ, মহা নামযজ্ঞ, লীলা কীর্তন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত  হচ্ছে।
আয়োজক কমিটির সদস্য দুলাল সরকার জানান, কলি যুগের  মুক্তির একমাত্র পথ হরিনাম কীর্তন।  এই অনুষ্ঠান থেকে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করি।

শান্তি, সম্প্রীতি ও মুক্তির পথ পেতে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  দেশ ও জাতির মঙ্গল কামনায়  এ কীর্তনের  আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা  এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে ঐশ্বরিক শান্তির সাথে সংযোগ স্হাপন করতে সাহায্য করে ও মুক্তির পথ পাওয়া যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments