বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকারখানায় হামলা ভাঙচুর আহত ২

কারখানায় হামলা ভাঙচুর আহত ২

নাজমুল হক,কালিয়াকৈরে(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে একটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুইজন শ্রমিক আহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার কামরাঙ্গীরচলা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে। পুলিশ ও কারখানা সূত্র জানায়, ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং আহত এক শ্রমিকের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ওই সময় তেলিচালা এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানায়। তবে ল্যাভেন্ডার গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভে যোগ না দেওয়ায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বুধবার সকালে এটিএস অ্যাপারেলসের শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে জানালা, আসবাবপত্র ও যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments