বাড়িবাংলাদেশেঢাকা বিভাগঘোড়াশাল বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন

ঘোড়াশাল বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন

 অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার সাদ্দাম বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে । বৃহস্পতিবার  সকালে ঘোড়াশাল সাদ্দাম বাজারের পাশের সড়কে শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী এই মানববন্ধন করেন।
শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে উঠা এই বাজারটিতে আগামী ২৬ জানুয়ারি উচ্ছেদ অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ।
মানববন্ধনে ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানান , কয়েক দিন পরপর রেলওয়ে ও বিআইডব্লিউটিএ বাজারটির জমি নিজেদের দাবি করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ীরা। হঠাৎ করে শতাধিক ব্যবসায়ীদের আয়ের পথ বন্ধ না করে তাদের পূর্নবাসনের ব্যবস্থা নিয়ে পরে অভিযান পরিচালনার আহব্বান জানান ।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঘোড়াশালের বিআইডব্লিউটিএ এর অফিসের সামনে গিয়ে প্রতিবাদ জানায়।
এ সময় উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন ঘোড়াশাল সাদ্দাম বাজার সমিতির সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক নির্মল বাবু, ব্যবসায়ী মোস্তাক আহমেদ, বিএনপি নেতা শাহিন বিন ইউসুফ, লোকমান হোসের, জয়নাল আবেদীন ও ইসলামী শাসনতন্ত্রের নেতা ইকরাম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments