বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।ঘরের সিঁদ কেটে ঘুমন্ত মা -মেয়ে সহ ০৩ নারী ও শিশুকে কুপিয়ে...

ঘরের সিঁদ কেটে ঘুমন্ত মা -মেয়ে সহ ০৩ নারী ও শিশুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

মোঃ নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ঘরের সিঁদ কেটে মা-মেয়ে সহ ঘুমন্ত ০৩ নারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেসমিন বেগম (৪৫), ইয়ানা (১৩),জুয়েনা (১২) নামে ০৩ নারী ও শিশু হামলার শিকার হয়েছেন। 
জানা যায়, ঢেপসাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকায় মো: জাহাঙ্গীর হোসেন একজন জেলে। ঘটনার ০৩দিন পূর্বে তিনি বঙ্গোপসাগরের মাছ ধরতে যান। রাতে জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন বেগম (৪৫), তার মেয়ে ইয়ানা (১৩), তাদের এক আত্মীয়ের মেয়ে জুয়েলা  ( ১২) ঘরে ঘুমিয়ে ছিল। রাতে ঘরের সিদ কেটে দুর্বৃত্তরা ঘুমন্ত ০৩ নারী ও শিশুর উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। তাদের ব্যবহৃত আলমারি ভাঙ্গার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ০৩ নারীর শরীরে স্বর্ণের জিনিস থাকলেও হামলাকারীরা এসব কিছুই নেয়নি। তবে জেসমিনের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে গেছে হামলাকারীরা।
তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করলেও অবস্থার অবনতি দেখে পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে যায়। 
স্থানীয়রা আরো জানান, জাহাঙ্গীরের পরিবারের লোকজন ধার্মিক প্রকৃতির, বিনা প্রয়োজনে তারা ঘরের বাইরে বের হন না। তাদের প্রকাশ্য কোন শত্রু নেই। 
এ ব্যাপারে এখন পর্যন্ত কোন রহস্য উদঘাটন করা যায়নি বা কাউকে গ্রেফতার করা হয়নি। 
জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, অতি শীঘ্রই এ ঘটনার রহস্য উদঘাটন হবে এবং হামলাকারীদের গ্রেপ্তার হবে বলে তিনি আসাবাদ ব্যক্ত করেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments