বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে ৫শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা

বাউফলে ৫শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা

মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবী সংগঠন “কালিশুরী ব্লাড ডোনার ক্লাব” এর উদ্যোগে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় কালিশুরী এস.এ ইনস্টিটিউশনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক মো. দলিল উদ্দিন ধলু।
 সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা ছাড়াও রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
কালিশুরী ব্লাড ডোনার ক্লাব এর সভাপতি এইচ এম আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কালিশুরী ডিগ্রী কলেজের প্রভাষক মো. খালিদুর রহমান, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ বরিশালের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোসারেফ হোসেন প্রমূখ। 
সেবা দানকারী চিকিৎসক মো. মিজানুর রহমান বলেন, সামাজিক উন্নয়নে এগিয়ে এসেছে কালিশুরী ব্লাড ডোনার ক্লাব । সমাজে এই ধরণের যত সেচ্ছাসেবী সংগঠন আছে সবাই যদি এভাবে মানুষের সেবায় এগিয়ে আসে তাহলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments