বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাচীনে সাংবাদিক মহল, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের দাওয়াত দেওয়ার জন্য আহ্বান জানান ডা:...

চীনে সাংবাদিক মহল, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের দাওয়াত দেওয়ার জন্য আহ্বান জানান ডা: শফিকুর রহমান

নাজমুল হক, কালিয়াকৈর(,গাজীপুর)নিজস্ব প্রতিনিধি 
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, চীনের সাথে আমাদের ঐতিহ্যগত একটি সম্পর্ক রয়েছে। চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন এবং তারা এখানকার সমাজ পরিবর্তনে অবদান রেখেছেন। আবার এখান থেকেও জ্ঞানীগুণী ব্যক্তিরা তাদের জ্ঞানের পরিসর আরো বৃদ্ধির জন্য চায়না সফর করেছেন। সেখান থেকে বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা এই সমস্ত বিষয়ে তারা উৎকর্ষ সাধন করেছেন। দুনিয়ায় ভাষার দিক থেকে যে সমস্ত জাতি খুবই কাছাকাছি, তাদের মনের আদান প্রদান খুবই চমৎকার। আমরা চাই চীনের সাথে আমাদের ভাষাগত সম্পর্ক আরো সুদৃঢ় হোক। তাহলে আমাদের হৃদয়ের বন্ধন আরো সুদৃঢ় হবে। চায়নার সরকার এরই মধ্যে কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছে। আমরা আশা করবো চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি এখানে গড়ে তুলবেন। যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন চায়নার সাথে আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। আজ বিশ্বে যে কয়টি দেশে বিজ্ঞান ও প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। অতএব চায়নার কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে। আজকে যে মহৎ কাজের জন্য চায়না রিপাবলিকের পক্ষ থেকে রাষ্ট্রদূত এবং তার সহকার্মীরা এখানে এসেছেন আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদের গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের এই সহযোগিতার যে অভিযাত্রা শুরু হলো এটি দিন দিন আরো সামনের দিকে এগিয়ে যাবে। চায়নার মান্যবর রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা আহ্বান জানাতে চাই, বিশাল একটি দেশে চায়না আপনারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেখানে সম্মানিত করছেন, দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি সাংবাদিক মহল, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ যারা তাদেরকেও আপনারা এই সুযোগটা বেশি বেশি করে দেবেন। তাহলে সমাজ বিনির্মাণে তারা আরো অর্থকরী ভূমিকা পালন করবেন। আমরা মিলেমিশে হাতে হাত ধরে পাশাপাশি থেকে প্রিয় বাংলাদেশকে সবাই মিলে ভালোবাসবো। রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ওয়ামীস্থায়ী ক্যাম্পে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে লং লীভ ফ্রেন্ডশীপ। এতে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন। এছাড়া চীনা দূতাবাসের কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জামায়াতনেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে এক হাজার দুস্থব্যাক্তিদের মধ্যে শীতবস্ত্রের পাশাপাশি চাল, ঢাল,তেল চিনিসহনিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments